নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৪
ছবি: সংগৃহীত
টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছর পরেও এখনও চার দিনের ম্যাচই খেলতে নামেনি মেয়েরা। তবে বিসিবি এবার মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) তিন দিনের ম্যাচের আয়োজন করেছে। নারী ক্রিকেটের টেস্ট ফরম্যাটের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে বিসিবি এই উদ্যোগ নিয়েছে।
শনিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চারটি দল- উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলেই রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে প্রতিশ্রুতিশীল তরুণ মুখ।
এর আগে, ২০২৩ সালে প্রথমবারের মতো নারী বিসিএলে চার দলের অংশগ্রহণে দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনের ম্যাচের আয়োজন করা হচ্ছে।
নারী ক্রিকেটারদের টেস্টের জন্য প্রস্তুত করতে প্রথম শ্রেণির অভিজ্ঞতা দেওয়া জরুরি। আর সে কারণেই বিসিবি এই তিন দিনের ম্যাচ আয়োজন করছে।
উত্তরাঞ্চলের অধিনায়ক সোবহানা মোস্তারি ও নারী দলের প্রধান হাবিবুর বাশার মনে করেন, এই আয়োজন টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা উন্মোচন করবে এবং ক্রিকেটের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেফ মাসুদ পাইলট বলেন, এমন আয়োজনের ফলে নারী ক্রিকেট দলের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। নারী ক্রিকেটের উন্নয়নে ভালো পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
চার দলের স্কোয়াড:
সাউথ জোন:
রাবেয়া, শামীমা সুলতানা, বিথি পারভীন, রুবয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়েশা রহমান শুকতারা, রিপা রয়, সালতা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ জোহরা, লেকি চাকমা এবং প্রীতি দাস।
নর্থ জোন:
সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমীন সুলতানা, রিতু মনি, মিষ্টি রানী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাহেতা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।
সেন্ট্রাল জোন:
নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মৌমিতা হেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফওরা বেগম, লতা মন্ডল, শারমীন আক্তার, সূবর্ণা কর্মকার এবং সাদিয়া ইসলাম।
ইস্ট জোন:
ফাহিমা খাতুন, দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমীন আক্তার সুপ্তা, সুরিয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাকিবুন নাহার জেসমিন, তাজনেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি এবং আশরাফি ইয়াসমিন অর্থি।