নিউজ ডেস্ক
- প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৪
ছবি: সংগৃহীত
বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন গঠনসহ নানা দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা। আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিষ্ঠানটির আমেরিকার হাজার হাজার কর্মীরা বড়দিনের কয়েক দিন আগে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে বৃহস্পতিবার থেকে ধর্মঘট করছে। এএফপি এই খবর জানায়। দেশটির ইতিহাসে অ্যামাজন কর্মীদের সবচেয়ে বৃহত্তম ধর্মঘট এটি।
টিমস্টার ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঘোষণায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নিউইয়র্ক, আটলান্টা ও সান ফ্রান্সিসকোসহ শহরগুলোতে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ ধর্মঘটে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্কের পাশাপাশি শ্রমিকরা আটলান্টা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ইলিনয়ে পিকেটিং করবে।
টিমস্টার বস শন ও’ব্রায়েন ফক্স নিউজকে বলেছেন, কর্মীদের জন্য মূল অগ্রাধিকারের মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং কাজের-নিরাপত্তার মান বজায় রাখা। নর্থ আমেরিকার অন্যতম বৃহত্তম ইউনিয়নগুলোর মধ্যে টিমস্টার্স অন্যতম। এতে অ্যামাজনের প্রায় ১০ হাজার কর্মী যুক্ত রয়েছে বলে মনে করা হয়।
শেষ মুহূর্তের ছুটির উপহার বিতরণের ভিড়ের মধ্যে বড়দিনের কয়েকদিন আগে ধর্মঘটটি আসে। এই সময়ে যখন প্রোডাক্ট ডেলিভারি চাপ রয়েছে, তখন এ ধর্মঘট প্রতিষ্ঠানটিকে বেশ চাপে ফেলেছে। অ্যামাজন কর্তৃপক্ষ দাবিগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে এনবিসি নিউজের খবরে।
আমাজনের মুখপাত্র কেলি নান্টেল একটি বিবৃতিতে জানান, টিমস্টাররা ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বিভ্রান্ত করা অব্যাহত রেখেছে। এটি তাদের প্রোপাগান্ডার পালে হাওয়া দেওয়ার আরেকটি প্রয়াস।