স্কলাসটিকা মিরপুর শাখার দু’দিনের নাট্যানুষ্ঠান সমাপ্ত

0
6

(বাসস) : ওয়াল্ট ডিজনির সংগীতবহুল ফ্যান্টাসি নাটক এনকানটো-এর দুদিনব্যাপী মঞ্চায়ন আজ শুক্রবার স্কলাসটিকা মিরপুর শাখায় সমাপ্ত হয়েছে।

স্কুলের নাটক, নৃত্য ও সঙ্গীত ক্লাবের শিক্ষার্থীরা এস টি এম মিলনায়তনে এ বার্ষিক নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

দু’দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন এবং অভিনেত্রী আফসানা মিমি। এতে আরো বক্তৃতা করেন স্কুলের মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার।

পরিবার ও আত্ম-আবিষ্কারের শক্তি তুলে ধরা এ নাটকটির নির্দেশনায় ছিলেন সানি ঘোষ। সঙ্গীত পরিচালনায় ছিলেন মেহরাজ কবির। নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মি ইয়াসমিন ঝিনুক ও তানজিলা মেঘলা।

এনকানটো নামের একটি বাড়িকে ঘিরে আবর্তিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নুসরাত তাশফিয়া ফেরদৌসী, বর্নিল মূর্ছন্য, বিম্বিত বিভাবরী, তাজিম তাজওয়ার, বিন ইয়ামিন খান রিদম, অশ্বিনী ভট্টাচার্য, দিয়ান্ত সরকার ও মুবাশে^রা সুলতানা শেফা প্রমুখ।

বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবনকে বেলুন-ফেস্টুন দিয়ে নতুন করে সাজানো হয়। বিপুল সংখক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে