নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৪
ছবি: সংগৃহীত
রাজধানীতে মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। বুধবার (১১ ডিসেম্বর) এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালকসহ ‘৮৪০’ এর কলাকুশলীরা। এছাড়া সিনেমা হলে বসে ফারুকীর নতুন এই ফিকশনটি উপভোগ করেন, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা।
সিনেমাটি বড় পর্দায় উপভোগের সময় দর্শকরা ছিলেন মন্ত্রমুগ্ধের মতোই। বিভিন্ন দৃশ্যে তাদের উচ্ছ্বাসা প্রকাশ করতে দেখা গেছে। ফারুকীর এই নতুন কাজটি বাংলাদেশের গৎবাঁধা রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি বলেও তারা মন্তব্য করেন।
‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন…।’ ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার নতুন এই প্রকল্পের সংলাপ এটি। অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ।
প্রসঙ্গত, দেশব্যাপী ১৩ ডিসেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘৮৪০’। এতে অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, জাকিয়া বারী মম সহ অনেক পরিচিত মুখ। রাজশাহী ও নওগাঁতে এই পলিটিক্যাল স্যাটায়ারটির অধিকাংশ দৃশ্যের শ্যুটিং করা হয়।
এর আগে- রাজনৈতিক ও সামাজিক অনুষঙ্গগুলো তুলে ধরে বহু ২০০৭ সালে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে শোরগোল তুলেছিলেন ফারুকী। ট্রেইলার এবং পোস্টার দেখে যতটা আঁচ করা গেছে, ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এ স্যাটায়ারের ভঙ্গিতে দেশের রাজনৈতিক বাস্তবতা তুলে আনবেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা । চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।