অপেক্ষার পালা শেষে বড় পর্দায় মেহজাবীন

0
5

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৪

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন অসংখ্য নাটক-টেলিফিল্মে। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার তার। চলতি বছরে নিজের জন্মদিনে সিনেমার ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী। জানান, নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’র কথা। ইতিমধ্যে বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। তবে বড় পর্দায় তার অভিষেক ঘটতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা দিয়ে।

আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ফ্রেম পার সেকেন্ডস। শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’র আগে!

‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে