৩ মহাদেশ মিলিয়ে হবে শতবর্ষী বিশ্বকাপ

0
4

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল ১৯৩০ সালে। সে হিসেবে এবারের বিশ্বকাপকে বলা যেতে পারে শতবর্ষী বিশ্বকাপ। শতবর্ষের আয়োজনটাও তাই দক্ষিণ আমেরিকার মাটিতে করতে চায় ফিফা। কিন্তু পুরো বিশ্বকাপ হচ্ছে না সেখানে। বিশ্বকাপের মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে মহাদেশটিতে। ম্যাচ তিনটি হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। অর্থ্যাৎ একটি করে ম্যাচ পাচ্ছে এই তিন দেশ।

২০৩০ সালের মূল আয়োজক মূলত দুই ইউরোপীয় দেশ স্পেন, পর্তুগাল এবং উত্তর আফ্রিকার দেশ মরক্কো। যদিও বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো চূড়ান্তভাবে জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (১১ ডিসেম্বর) ফিফার বর্ধিত সভায় স্পেন, পর্তুগাল এবং মরক্কো এই বিশ্বকাপ আয়োজক হিসেবে নাম ঘোষণা করবে। এছাড়া লাতিন আমেরিকার তিন দেশে তিন ম্যাচ আয়োজনের বিষয়টিও সে ঘোষণায় আসতে পারে।

মূল তিন আয়োজকের মধ্যে কেবল স্পেনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বিশ্বকাপ আয়োজনের। এককভাবে ১৯৮২ সালেই শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। অন্যদিকে, এটাই প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে পর্তুগাল এবং মরক্কোর বিশ্বকাপ আয়োজনের।

প্রায় এক দশক ধরে বিডে ব্যর্থতার পরে অবশেষে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে মরক্কোর। এর মাধ্যমে উত্তর আফ্রিকান দেশটির আন্তর্জাতিক ইমেজ ও অর্থনীতি আলোর মুখ দেখবে বলেই সকলের বিশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে