সুমি’স বিউটি সেলুন এন্ড বুটিকের যাত্রা শুরু নিউইয়র্কে

0
4

একজন আলোকিত নারী যেমন ঘর-সংসার সামলান, তেমনি নিজের কর্মগুনে আলোকিত করেন সমাজ ও কমিউনিটিকে। যুক্তরাষ্ট্রের মত জায়গায় নারী উদ্যোক্তা হওয়া অনেক বেশী চ্যালেঞ্জিং। তবে, আত্মবিশ্বাসী নারীরা এক্ষেত্রে অনেককেই পথ দেখান। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সুমিস বিউটি সেলুন ও বুটিক শপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরেকজন নারী উদ্যোক্তা এবং আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান। সুমি’স বিউটি সেলুনের কর্ণধার সুমি রয়কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁর মত অনেক নারী নিজেদের প্রতিষ্ঠিত করতে সুমিকে অনুস্মরণ করবেন।

অনুষ্ঠানে অতিথি আকাশ রহমান বলেন, কঠোর পরিশ্রম সততা আর মেধা থাকলে নারীরা কমিউনিটিতে আলো ছড়াবেন। এই ক্ষেত্রে সুমির মতো আত্মবিশ্বাসী নারীরা দৃষ্টান্ত হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সুমি’স বিউটি সেলুন ও বুটিকসের উদ্যোক্তা সুমি রায়কে অভিনন্দিত করেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম ও এটিভি ইউএসএ’র স্টেশন হেড শামীম আল আমিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল এবং নিউইয়র্কের অভিজ্ঞ রিয়েলটর মোহাম্মদ কবির। উভয়ে সুমির আত্মবিশ্বাস ও পথচলার জন্য শুভ কামনা জানিয়েছেন।
কঠোর পরিশ্রমের ফলে এমন একটি স্বপ্ন পূরন হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের দুই কর্ণধার সুমি রায় ও সুজন সাহা। সামনের দিনগুলোতে আরো অনেক দূর এগিয়ে যেতে চান বলে জানান তারা।

পরে উদ্বোধন উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটেন। এবং সবার পরে কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সুমি’স বিউটি সেলুন এন্ডস বুটিক শপে কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে