নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২৪
FacebookXLinkedInWhatsAppMessengerCopy Link
ছবি: সংগৃহীত
রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক এবং মূল্য সহনীয় রাখতে সব ভোজ্যতেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও রাজস্ব (শুল্ককর ও ভ্যাট) অব্যাহতি দিয়েছে। প্রজ্ঞাপনে এ অব্যাহতির মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে এনবিআর ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল বিক্রির ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর (ভ্যাট) উল্লিখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তা ছাড়া এসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় ভ্যাট ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সম্প্রতি সয়াবিন ও পাম তেলের ঊর্ধ্বমুখী দর বিবেচনায় নিয়ে রোজার মাসে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাসাধারণের জন্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে সয়াবিন ও পাম তেলের পাশাপাশি এবার অপরিশোধিত বা পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানির ওপর বিদ্যমান শুল্ককর ও ভ্যাট হ্রাস করা হয়েছে।
শুল্ককর ও ভ্যাট প্রত্যাহার করায় এসব তেলের আমদানি ব্যয় লিটারপ্রতি ৪০-৫০ টাকা হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরবরাহ বৃদ্ধি পেলে এবং আমদানী খরচ কমায় রমজান মাসে খোলাবাজারে তেলের দাম কমে আসবে বলে পাইকারী বিক্রেতারা আশা প্রকাশ করেছে।