Afiya Hasan
- প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৪
ছবি: সংগৃহীত
সুন্দর, কোমল ত্বক সবাই চায়। কিন্তু ত্বকের যত্ন নিতে অলসতা অনেকেরই। আর শীতকালে যখন ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার, তখন আকাশটা যেন মাথায় ভেঙ্গে পড়ে। আমরা জানি, শীত আসার সাথে সাথে ত্বকের শুষ্কতা ও নিস্তেজ ভাব বেশি করে ধরা দেয়।
মনে রাখতে হবে, এক্সফোলিয়েশন দৈনন্দিন বিউটি রুটিনে গুরুত্বপূর্ণ। সাধারণ এক্সফোলিয়েটারগুলি মরা কোষগুলিকে সুন্দরভাবে বের করে দিয়ে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে।
আজ জানাবো ঘরে তৈরি বডি পলিশের কথা, যা ব্যবহার করলে আপনার ত্বক শীতের রুক্ষতা থেকে মুক্তি পাবে এবংহয়ে উঠবে প্রাণবন্ত।
আমন্ড-মিল্কের বডি স্ক্রাব
১ কাপ আমন্ড বাদাম, ১ কাপ মুলতানি মাটি, ১/৪ কাপ হোল মিল্ক পাউডার বা লো ফ্যাট মিল্ক এর জন্য লাগবে। এরপর উপাদানগুলি একসাথে মিশিয়ে নিয়ে স্মুদ পেস্ট তৈরি করুন এবং শরীরে অ্যাপ্লাই করে নিন। আলতো করে ঘষুন এবং ধুয়ে ফেলুন।
দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকর। আমন্ডের গুঁড়া ত্বককে নরম করে। এই মিশ্রণটি তেল শোষণ করে এবং ত্বককে ডিটক্সের করতেও বিশেষভাবে সাহায্য করে । আর এই দুই উপকরণ একসঙ্গে মিশে গিয়ে আপনার ত্বকের রুক্ষতা এবং শুষ্কতার বিরুদ্ধে লড়াই করে।