রটারড্যাম চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের সিনেমা

0
4

নিউজ ডেস্ক

  • প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৪
  • ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু ব্যবসা সফল সিনেমাতেই অভিনয় করেননি, কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তার অভিনয় দক্ষতা বাংলার দর্শকদের মুগ্ধ করেছে।

এবার এ অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‌‘পুতুল নাচের ইতিকথা’।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

জয়া আহসান বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে ছবিটি।’

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে