ভালোবাসার গল্প ‘ঘুমপরী’ আসছে এ সপ্তাহেই

0
33

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ছবি: সংগৃহীত

ভালোবাসার গল্প হলেও আছে কিছু রহস্য। সে রহস্যের জট আর প্রেমের উপাখ্যানের নাম ‘ঘুমপরী’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হলেন অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান।

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এই জুটির ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

জানা গেল, ২০ ফ্রেব্রুয়ারি চরকি’তে আসছে ভালোবাসার স্পেশাল ফিল্ম ‘ঘুমপরী’।

ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল।

পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’

‘ঘুমপরী’ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’

‘ঘুমপরী’ তৈরি হয়েছে পারশা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গান অবলম্বনে। ছবিটিতে তিনিও অভিনয় করেছেন।

পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

পারশা জানালেন, ঘুমপরী তাঁর পছন্দের একটি গল্প। তাই বেশি ভাবতে হয়নি। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়।

এ সম্পর্কিত আরো খবর

সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

হানিমুনে ভালোবাসা দিবস উদ্‌যাপন চমকের

ওটিটি প্ল্যাটফর্মে আসছে মেহজাবীন ও রেহানের ‘নীল সুখ’

‘তারুণ্যের উৎসব ২০২৫’–এ মঞ্চ মাতাবে নগরবাউল

বিজ্ঞাপন ও পণ্যের প্রচারণায় ব্যস্ত মিম

এই বিভাগের সব খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে