নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৪
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
ওপেনার রেজা হেনড্রিকসের সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই এ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচে ১১ রানের জয় পেয়েছিলো প্রোটিয়ারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আউট হয়। ১১ রান করে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিলবার্টম্যানের হাতে শিকার হন তিনি।
শুরুতে উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে পাকিস্তানের রান তিন অংকে নেন ওপেনার সাইম আইয়ুব ও বাবর আজম। ৩টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ৩১ রান করা বাবরকে শিকার করেন জুটি ভাঙেন স্পিনার জর্জ লিন্ডে।
দলীয় ১০৩ রানে বাবর ফেরার পর মিডল অর্ডারে দ্রুত ২ উইকেটের পতন হয় পাকিস্তানের। উসমান খান ৩ ও তায়েব তাহির ৬ রানে বিদায় হন। ১২২ রানে চতুর্থ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন সাইম ও ইরফান খান। ৩২ বলে ৭৩ রান সংগ্রহ করে তারা।
৩টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে ইরফান থামলেও, সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান সাইম। ১৮ দশমিক ৩ ওভারে সাইমের রান ৯৮। কিন্তু ইনিংসের শেষ ৯ বলে স্ট্রাইক না পাওয়ায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি সাইমের। ১১টি চার ও ৫টি ছক্কায় ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে চতুর্থ ওভারে ২৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে ২ ও ম্যাথু ব্রিটস্কিকে ১২ রানে ফেরান পাকিস্তানের বাঁ-হাতি পেসার জাহানদাদ খান।
শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেট জুটিতে হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন ৮৩ বলে ১৫৭ রানের বিধ্বংসী জুটি গড়েন।
রেকর্ড জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৮তম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান হেনড্রিকস। দলের জয় থেকে ২২ রান দূরে থাকতে পেসার আব্বাস আফ্রিদির শিকার হন তিনি। ৭টি চার ও ১০টি ছক্কায় ৬৩ বলে ১১৭ রান করেন হেনড্রিকস।
চতুর্থ উইকেটে ১১ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ৩৩ বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি পাওয়া ডুসেন। ৩৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন ডুসেন। ম্যাচ সেরা হন হেনড্রিকস।