ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের।
সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। অবশ্য ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটিতে বাংলাদেশকে এগিয়ে নেন মাহেদি হাসান ও শামীম হোসেন। মাহেদি ২৪ বলে অপরাজিত ২৬ ও শামীম ১৩ বলে ২৭ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন স্পিনার মাহেদি। তার ৪ উইকেট শিকারে ৩৮ রান তুলতেই ক্যারিবীয়রা পাঁচ ব্যাটারকে হারায়। অবশেষে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রান করার পর বল হাতে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাহেদি।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমরা এর আগেও এখানে খেলেছি। উইকেট দেখে মনে হয়েছিল এটি ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’
লিটন বলেন, ‘আমি আমার বোলারদের ওপর ভরসা করেছিলাম। জানতাম এই স্কোরে লড়াই করা সম্ভব। খেলোয়াড়রা খুব ভালো ক্রিকেট খেলছে।’
তিনি আরও বলেন, ‘ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।’