ঢাকা-করাচি ফ্লাইট চালাবে ‘ফ্লাই জিন্নাহ’

0
34

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ শিগগিরই ঢাকা-করাচি রুটে বিমান চলাচল শুরু করতে পারে। এজন্য বিমান সংস্থাটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ কথা জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘তারা আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সপ্তাহ দুয়েক আগে অ্যাপ্রুভ করেছি। এখন বরাদ্দ চাইলেই তাদের স্লট দেয়া হবে। আমরা এই রুট শুরু করতে প্রস্তুত।’

কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দু’দেশের মধ্যে শিগগিরই বিমান চলাচল শুরু হবে।

মঞ্জুর কবীর বলেন, ‘এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে। তারপর আমাদের কাছে স্লট ও ফ্রিকোয়েন্সি চাইলে সেটা দেব। আমাদের দিক থেকে আপাতত কাজ শেষ।’

এর আগে, গত জানুয়ারিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেছিলেন, ‘‘পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে বর্তমানে নতুন যুগের সূচনা হয়েছে।

হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেন, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে।

এ সম্পর্কিত আরো খবর

বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা যাত্রা শুরু

২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ : বাণিজ্য উপদেষ্টা

আর্থিক সংকটে পড়েছে আবাসন খাতের উদ্যোক্তারা

ডিপসিকের প্রভাবে শীর্ষ ধনীদের ১০ হাজার ডলারেরও বেশি ক্ষতি

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার : অর্থ উপদেষ্টা

এই বিভাগের সব খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে