টেলিকম কোম্পানিগুলোকে হ্যাকের বিষয়ে সর্তক করেছে এফবিআই

0
4
Hacker malicious software breaking into database on computer screens. Malware breaching data and cracking server password on monitors in abandoned warehouse with graffiti

নিউজ ডেস্ক

  • প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৪

ছবি: সংগৃহীত

আমেরিকার টেলিকম কোম্পানিগুলোতে চায়না বড় ধরনের হ্যাকিং চালাতে পারে বলে সর্তকতা জারি করেছে এফবিআই। এক্ষেত্রে গ্রাহকদের ফোন কল এবং টেক্সট মেসেজ আরো সুরক্ষিত করার পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাস।

এফবিআই বলছে, ‘সল্ট টাইফুন’ নামে পরিচিত চায়না সরকারের সঙ্গে যুক্ত হ্যাকাররা বাণিজ্যিক টেলিকমে ঢুকে ফোন ব্যবহারকারীদের তথ্য চুরি করার জন্য একটি বড় ধরনের সাইবার-গুপ্তচরবৃত্তির অভিযান চালাচ্ছে। তাই এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ফোনে এনক্রিপ্ট জরুরি।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা এবং এফবিআই বলছে, জনগণকে তাদের ফোন ব্যবহারে আরো বেশি সর্তক থাকতে হবে। এক্ষেত্রে ফোন এনক্রিপশনসহ সব ধরনের সুরক্ষা বিষয়ে সর্তকতা অবলম্বন করতে হবে।

এফবিআই বলছে, চায়না সরকার মূলত সেনেট মেজোরিটি লিডার চাক শুমারের অফিসের এবং হ্যারিস-ট্রাম্পের প্রচারণার সময়কার ফোনাআলাপ শুনেছে। তবে চায়না সরকার এসব কিছু অস্বীকার করেছে।

এদিকে, ভেরাইজন জানিয়েছে হ্যাকের বিষয়টি যখন প্রকাশ করা হয়েছিল এর পর থেকেই বিষয়টি তদন্তে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু বেশিরভাগ জনগণ ফোন হ্যাকিং সম্পর্কে এখনো অবগত নয়। কারণ ফেডস এবং ফোন প্রোভাডাররা তাদের এটি জানায়নি। এমনটাই বলছে,সরকার এবং টেলিকম কর্তৃপক্ষ।

সিসা বলছে, সরকারের সিনিয়র কর্মকর্তারা সবচেয়ে বেশি হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রতিদিন সাধারণ গ্রাহকদের সর্তক বার্তা পাঠাতে পারে এফবিআই। যাতে তারা আগে থেকেই সর্তক থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে