গত ১৫ বছরে দেশে বিদেশী বিনিয়োগ বাড়েনি : দেবপ্রিয় ভট্টাচার্য

0
3

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৪

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে বিদেশী বিনিয়োগ বাড়েনি, এমনকি বেসরকারি খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকার গুলশান ক্লাবে রবিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‌গত সরকারের উন্নয়ন তত্ত্বের অন্যতম সমস্যা হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি। এমনকি সার্বিক বিনিয়োগও বাড়েনি। গত ১৫ বছরে সার্বিক বিনিয়োগ ছিল জিডিপির ৩১-৩২ শতাংশ। এ ধরনের স্থবিরতা দিয়ে আমরা ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।’

এ সময় অর্থনৈতিক প্রতিযোগিতা উন্নত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‌ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচকের দিকে তাকালেই বোঝা যায়। ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫। গত ১৫ বছরে এটির উন্নতি হয়নি।’

বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ কম আসার অন্যতম কারণ হিসেবে ব্যবসার ব্যয় বেশি হওয়াকে দায়ী করেছেন এ অর্থনীতিবিদ।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমানে বিদেশি কোম্পানিগুলো তেল আহরণে আগ্রহ দেখালেও চুক্তি করতে চাচ্ছে না। একটি মধ্যমেয়াদি পরিকল্পনা জরুরি। সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‌রাজনীতিবিদরা একটি পথরেখা চাইছেন কীভাবে নির্বাচন করবেন। কিন্তু পথরেখাকে কতখানি সুগম করতে পারব, সংস্কারকে আরো কত বেশি গভীর করতে পারব, তার পুরোটা নির্ভর করবে মানুষকে কতখানি অর্থনৈতিক স্বস্তি দিতে পারব। যদি না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাকুক, ধৈর্য থাকবে না। এজন্য একটি সমন্বিত, কার্যকর, আস্থা প্রবর্ধক মধ্যমেয়াদি কর্মসূচি নেয়া দরকার হয়ে পড়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে