- প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২৪
AFIA HASAN
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ দেশটির গণমাধ্যম থেকে নিয়ে নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। এর জন্য অবশ্য অর্থ দিতে হয় গণমাধ্যমকে। তবে সম্প্রতি অর্থ দিতে বেঁকে বসে মেটা। যার ফলে এ–সংক্রান্ত নতুন আইন করতে চলেছে অস্ট্রেলিয়া। ফলে দেশটির সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে বাধ্য হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
আগের আইনটি ২০২১ সালে পাস করেছিল অস্ট্রেলিয়া সরকার। সে অনুযায়ী গণমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে হতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধও করতে হতো তাদের। চলতি বছরের শুরুর দিকে মেটা জানায়, এই চুক্তি আর নবায়ন করবে না তারা।
এরপর বৃহস্পতিবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ঘোষণা করা হয় নতুন নিয়ম। সে অনুযায়ী কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি অস্ট্রেলিয়া থেকে বছরে ১৬ কোটি মার্কিন ডলারের বেশি আয় করে, তাহলে তাদের দেশটির সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাধ্যতামূলক বাণিজ্যিক চুক্তি করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চহারে করারোপ করা হতে পারে।
অস্ট্রেলিয়া সরকারের নতুন নিয়মগুলো এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে এক বিবৃতিতে মেটা বলেছে, তারা সরকারের নতুন এই সিদ্ধান্তে উদ্বিগ্ন।
অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রী স্টিফেন জোনস জানান, অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা পায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। তাই অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব রয়েছে তাদের।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর করারোপের এই নীতি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। পরে ফেব্রুয়ারিতে পার্লামেন্টের অধিবেশন বসলে তা আইনে পরিণত করা হতে পারে।