০৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
মাহফুজুল হাসান
ছবি: সংগৃহীত
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওয়ানা হয়েছেন।
রাত ১০ টায় রয়েল কাতার আমারি ‘এয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাত ৮ টা ১৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা করছেন ।
এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এবিষয়ে নেতাকর্মীদের যথাযথভাবে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল।
এছাড়া ৭জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন গৃহকর্মী।
দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া ফুসফুস, কিডনি, হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।