ঈদে ‘‌দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো

0
5

নিজস্ব প্রতিবেদক

  • প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৪

FacebookXLinkedInWhatsAppMessengerCopy Link

ছবি: সংগৃহীত

৮ ডিসেম্বর অভিনেতা আফরান নিশোর জন্মদিন। আর এদিনই এসেছে নিশোর নতুন সিনেমার ঘোষণা। সিনেমার নাম ‘দাগি’। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন তিনি। নিশো জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন দাগি নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্লাটফর্ম চরকি। দাগি নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকাল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিশিয়াল করা হলো তথ্যটি।

সিনেমায় আরো থাকছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

নির্মাতা শিহাব শাহীন জানান, দাগি একটি গল্পনির্ভর সিনেমা। মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছেন তিনি।

দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের ও প্রশান্তির। দাগির গল্পটা অনেক ভালো লেগেছে। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। এ সিনেমায় দর্শক সে চেষ্টা দেখতে পারবেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে